গরল-বচনঃ ১

হসন্ত তোমাকে প্রিয় বলে সম্বোধন করলাম না, সম্বোধনে প্রেম বোঝা যায়, কিন্তু ঠিক আপন আপন লাগে না। তুমি যতটা না প্রেমিক তারচেয়ে তো বেশি আপন তাই না? তোমার উপর মাঝে মাঝে আমার ভীষণ অভিমান হয়। বর্ণহীন অভিমান। খানিকটা ছোট্ট শিশুর লাল ফুল্কিওয়ালা বেলুন কিনতে না পারার মত অভিমান। নিষ্পাপ কিন্তু দগদগে হয়ে থাকে ভেতরটা। এই অভিমানগুলো অধিকারহীন, এতে নিঃশ্বাস আছে, প্রশ্বাস নেই। মাঝে মাঝে ভাবি, এই যে স্যাতস্যাতে আবেগ নিয়ে তোমাকে অক্টোপাসের মত জড়িয়ে আছি আষ্টেপৃষ্ঠে, গুটিয়ে নেই নিজেকে। কিন্তু তারপর বুঝি এই গুটিয়ে নেয়ার ইচ্ছেগুলো বড্ড বেশি মেরুদন্ডহীন, পরাধীন। দিনশেষে, মানুষ তার নিজের কাছেই সবচেয়ে বেশি অসহায়। ইতি তোমার দেয়া আমার কোন, নাম ছিল না, নাম ছিল না ছবি কৃতজ্ঞতাঃ সাদিয়া নূর মিথিলা