Posts

Showing posts from August, 2019

হসন্ত ৩

হসন্ত, আমি আসলে তোমাকে অতিরিক্ত ভালোবাসি৷ আমার মত বিচ্ছিরি কাঠখোট্টা মানুষকে ভালোবাসা শেখানোর মত দুঃসাহস করার জন্য তোমাকে আমি বিশ্রীরকম ভালোবাসি৷ আমার আগাপাশতলা কংক্রীটের শরীরটাতে ধুলোবালি মাখিয়ে দেয়ার জন্য তোমাকে আমি ভীষণভাবে ভালোবাসি। একটা নেহায়েতই আটপৌরে সত্ত্বাকে বুকে চেপে ধরার জন্য তোমাকে আমি এই বাস্তব জীবনে অবাস্তবের মত ভালোবাসি। পবিত্রতার প ও যেই মানুষের মধ্যে নেই তাকে এত গভীরভাবে ভালো কিভাবে বাসো তা আমার জানা নেই। মাটির সাথে মিশিয়ে দাও, তাও কেন মধ্যরাতে ঘুম ভাংগলে তোমার সাথে গা ঘষতে ইচ্ছে করে জানি না৷ এতটা ভালোবাসার প্রতিশ্রুতি দেইনি তোমাকে, কিন্তু মনে হয়েছে এত ভালো না বাসলে বড় অন্যায় হয়ে যাবে৷ তুমি আজীবন আমার বড় আরাধ্য রয়ে যাবে জানো? অপূর্ণতায় প্রচুর আবেগ থাকে, তুমিও তাই৷ তোমার থেকে দূরে যাওয়া মানে তোমার মাঝেই ঘুরে ফিরে আসা বারেবার, এটা কি তুমি বোঝো? ইতি তোমার দেয়া আমার কোন, নাম ছিলো না, নাম ছিলো না...