Posts

Showing posts from October, 2017

একান্ত বাস্তব

Image
গেলো মাসের বাজারের ফর্দটা এখনও পড়ে আছে টেবিলের উপর  ফর্দতে তোমার হাতের লেখাটা খুব এলোমেলো  বোধহয় আমিই জ্বালাচ্ছিলাম, পেছন থেকে।  বৃষ্টির ছাটে কাঠের টেবিল ভিজে জুবুথুবু  তুমি থাকলে কপালে একটা রামঝাড়ি ছিলো নিশ্চিত!  সেই ঝাড়ির পর আবক্ষ উষ্ণতার মিছিলও ছিলো নিশ্চিত। সেদিন অফিসের পার্টিতে যাবো বলে শার্ট খুঁজছিলাম হাতড়াতে হাতড়াতে খুজে পেলাম তোমার নীল অন্তর্বাস তোমার পরনে আমার পছন্দের অন্তর্বাস।  ইচ্ছে করেই কি ফেলে গেছো?  হবে হয়তো!  আমার পছন্দ পরিত্যাগ করলে-- নাকি আমার নিউরনকে প্রায়শ্চিত করার উপঢৌকন দিয়ে গেলে?  ইদানীং অফিস থেকে ফেরার পথে টিএসসি ঘুরে আসি খুব বেশি ঘুরে আসা হয়,  কিন্তু আমারও আর ফেরার তাড়া কোথায়?  প্লেটভর্তি ফুচকা আর কয়েক কাপ ধোঁয়া ওঠা রঙ চা  কিংবা-  একহাতে বেনসন অন্য হাতে প্রেমিকা  মানুষগুলোকে দেখি  নিজের অতীত দেখি  কেমন অবশ অবশ লাগে।  এখন আর রাতে সিগারেট খেয়ে ঘর গন্ধ করি না জানো? তুমি থাকলে কি খুশি হতে?   মাঝরাত্তিরে জ্যাক ড্যানিয়েলসের পেগ,  পাকস্থলীতে যতক্ষণ না চিড়চিড়ে অনুভূতির জানান দেয় ততক্ষন জেগে থাকি।  এখন আমি নি

পাজরবন্দী একাকীত্ব

অবশেষে হিমবাহ বুকে নিয়ে,  রয়ে যাবো ছাইবর্ণ রাত্রির বেশে পলাতক।  হরিৎবর্ণ জ্যোৎস্না অথবা, ছুয়ে থাকা বিবর্ণ নক্ষত্রের কানে  ঈশান বায়ু রেখে যাবে উপসংহার বার্তা  বিষণ্ণ বোহেমিয়ানের ভাষায় কিংবা- নীল বুদবুদের মত চিড়ে ওঠা, পাজরবন্দী একাকিত্বের মতন।।

কারাদণ্ড

স্বয়ং আমার সাথে ঈশ্বরের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি শত শত বছর ধরেই পারছেন না--- তার এই অপারগতার কারণে আমি ঈশ্বরকে কারাদণ্ড দিলাম, যাবজ্জীবন!

প্রশ্ন

কবিতারা কিভাবে আসে? আচমকা বজ্রপাতের মতন? নাকি ধীরপায়ে কচ্ছপের মত? গোটা গোটা অক্ষরে-- নাকি খাতার পেছনের ময়লা পাতার কাটাকুটি করা শব্দের মাঝে? নির্বোধ সেরেব্রামের অহেতুক আস্ফালনে? সরল বর্ণে নাকি যুক্তাক্ষরের বিষক্রিয়ায়? নাকি মোটা চশমার ফ্রেমের ভেতরে- আকাশ-কুসুমের নির্বাক সঙ্গমে? কবিতারা কখন আসে? অনেকটা ক্ষয়ে গেলে? নাকি দাঁতে দাঁত চেপে অত্যাচার শুষে নিলে? একহাতে ত্রানের বাক্স আর অন্য হাতে ছোট্ট ভাই- সব নিয়ে বৃষ্টিভেজা পাহাড়ের পথে কিশোরীর সংগ্রাম দেখলে? কিংবা আবক্ষ বিষাদে অনেকখানি জীর্ণ হলে? নাকি লাল-নীল আলোর নিচে জমে থাকা রেশমী চুড়ির কান্না শুনলে? সাফল্যের হাহাকারে কিংবা ব্যর্থতার আদরে? নাকি ফোকলা-দেঁতো সুখের সাথে খুব একচোট পাঞ্জা হলে? কবিতারা কখন সফল হয়? কবির পকেটের উষ্ণতায়? নাকি কোন অজ্ঞাতনামার সুখটানের সঙ্গী হলে?