প্রশ্ন

কবিতারা কিভাবে আসে?
আচমকা বজ্রপাতের মতন?
নাকি ধীরপায়ে কচ্ছপের মত?
গোটা গোটা অক্ষরে--
নাকি খাতার পেছনের ময়লা পাতার কাটাকুটি করা শব্দের মাঝে?
নির্বোধ সেরেব্রামের অহেতুক আস্ফালনে?
সরল বর্ণে নাকি যুক্তাক্ষরের বিষক্রিয়ায়?
নাকি মোটা চশমার ফ্রেমের ভেতরে-
আকাশ-কুসুমের নির্বাক সঙ্গমে?

কবিতারা কখন আসে?
অনেকটা ক্ষয়ে গেলে?
নাকি দাঁতে দাঁত চেপে অত্যাচার শুষে নিলে?
একহাতে ত্রানের বাক্স আর অন্য হাতে ছোট্ট ভাই-
সব নিয়ে বৃষ্টিভেজা পাহাড়ের পথে কিশোরীর সংগ্রাম দেখলে?
কিংবা আবক্ষ বিষাদে অনেকখানি জীর্ণ হলে?
নাকি লাল-নীল আলোর নিচে জমে থাকা রেশমী চুড়ির কান্না শুনলে?
সাফল্যের হাহাকারে কিংবা ব্যর্থতার আদরে?
নাকি ফোকলা-দেঁতো সুখের সাথে খুব একচোট পাঞ্জা হলে?

কবিতারা কখন সফল হয়?
কবির পকেটের উষ্ণতায়?
নাকি কোন অজ্ঞাতনামার সুখটানের সঙ্গী হলে?

Comments

Popular posts from this blog

হসন্ত-২

অচেনা সিম্ফোনি

তোমরা বরং “বংশোদ্ভূত”ই থাকো!