Posts

Showing posts from June, 2018

গরল-বচনঃ ১

Image
হসন্ত তোমাকে প্রিয় বলে সম্বোধন করলাম না, সম্বোধনে প্রেম বোঝা যায়, কিন্তু ঠিক আপন আপন লাগে না। তুমি যতটা না প্রেমিক তারচেয়ে তো বেশি আপন তাই না? তোমার উপর মাঝে মাঝে আমার ভীষণ অভিমান হয়। বর্ণহীন অভিমান। খানিকটা ছোট্ট শিশুর লাল ফুল্কিওয়ালা বেলুন কিনতে না পারার মত অভিমান। নিষ্পাপ কিন্তু দগদগে হয়ে থাকে ভেতরটা। এই অভিমানগুলো অধিকারহীন, এতে নিঃশ্বাস আছে, প্রশ্বাস নেই।  মাঝে মাঝে ভাবি, এই যে স্যাতস্যাতে আবেগ নিয়ে তোমাকে অক্টোপাসের মত জড়িয়ে আছি আষ্টেপৃষ্ঠে, গুটিয়ে নেই নিজেকে। কিন্তু তারপর বুঝি এই গুটিয়ে নেয়ার ইচ্ছেগুলো বড্ড বেশি মেরুদন্ডহীন, পরাধীন। দিনশেষে, মানুষ তার নিজের কাছেই সবচেয়ে বেশি অসহায়।   ইতি তোমার দেয়া আমার কোন, নাম ছিল না, নাম ছিল না                                                      ছবি কৃতজ্ঞতাঃ সাদিয়া নূর মিথিলা 

মৌতাত

Image
তোমার অভিযোগের প্রতিটি ডানায় আমার অবয়ব সিসিফাসের মত নিজেকে আবিষ্কার করি, পাহাড়ের চূড়ায়,  পুনরাবৃত্তির শেকলে- পেছনে গোঙানির শব্দ,  দেয়ালে দেয়ালে ঘর্ষণের।  ক্যান্সার সেলের মত ইটগুলো বেড়ে ওঠে,  একটা ভাঙলে বিপরীতে দশটা...  চোখ বুজি, সাথে মনও...  কুয়াশার সকালে মুক্তোরূপী বকুল আর চিড়চিড়ে আগুনের গন্ধ-- মিলেমিশে ভীষণ মৌতাত। সৌন্দর্যের ছাই পড়ে থাকে, প্রেম শেষে বিষন্নতার মত। ছাই পোড়ালে তো ছাইই হয় বৈকি, তাতে কি দহনের জ্বালা কমে? ছবি কৃতজ্ঞতাঃ সাদিয়া নূর মিথিলা