মৌতাত

তোমার অভিযোগের প্রতিটি ডানায় আমার অবয়ব
সিসিফাসের মত নিজেকে আবিষ্কার করি, পাহাড়ের চূড়ায়, 
পুনরাবৃত্তির শেকলে-
পেছনে গোঙানির শব্দ, 
দেয়ালে দেয়ালে ঘর্ষণের। 
ক্যান্সার সেলের মত ইটগুলো বেড়ে ওঠে, 
একটা ভাঙলে বিপরীতে দশটা... 
চোখ বুজি, সাথে মনও... 
কুয়াশার সকালে মুক্তোরূপী বকুল আর চিড়চিড়ে আগুনের গন্ধ--
মিলেমিশে ভীষণ মৌতাত।
সৌন্দর্যের ছাই পড়ে থাকে, প্রেম শেষে বিষন্নতার মত।
ছাই পোড়ালে তো ছাইই হয় বৈকি,
তাতে কি দহনের জ্বালা কমে?
ছবি কৃতজ্ঞতাঃ সাদিয়া নূর মিথিলা 

Comments

Post a Comment

Popular posts from this blog

হসন্ত-২

অচেনা সিম্ফোনি

তোমরা বরং “বংশোদ্ভূত”ই থাকো!