Posts

Showing posts from June, 2020

যাপন এবং জীবন

Image
আমার ডর্মের ছয় স্টেশন পরে "হফগার্ডেন" বলে একটা পার্ক আছে। আদতে তেমন দেখার মত কিছুই না, সাজানো গোছানো পরিপাটি অবস্থা। বেশ কিছু ফোয়ারা আছে আর আছে একটা গম্বুজ দিয়ে ঘেরা জায়গা। সেই গম্বুজের নিচে বেশি খানিকটা ফাঁকা জায়গা। আমার মতে এই গম্বুজের নিচের জায়গাটা মিউনিখের অন্যতম সুখী একটা জায়গা। এই গম্বুজের নিচে সবসময়, বিশেষ করে ছুটির দিনগুলোতে বিভিন্ন নাচ হয়। কখনো আফ্রো-কিউবান রুম্বা, কখনো ব্রাজিলিয়ান সাম্বা কখনো ওয়ালটজ। বুড়ো-বুড়ি থেকে শুরু করে টিনএজরাও সমান তালে অংশগ্রহণ করে। সামারে সাধারণত খুবই ফেস্টিভ একটা জায়গা। আমার এসব জায়গায় যাওয়া হয় কম ইদানীং, লকডাউনে থাকতে থাকতে মনটাও লকডাউনে চলে গেছে। বের হওয়ার ইচ্ছা এবং শক্তি কোনটাই তেমন থাকে না। তবুও কি ভেবে যেন গেলাম সেদিন সকালে। গম্বুজের নিচে তাকিয়ে দেখি দুইজন মাত্র মানুষ নাচ প্র্যাক্টিস করছে, সম্ভবত কিউবান চা-চা ড্যান্স বা সেই গোত্রীয় কিছু। যেই মধ্যবয়সী ভদ্রলোক শিখছেন তিনি মনে হলো ইউরোপীয়ান আর যেই ভদ্রমহিলা শেখাচ্ছেন তিনি এশিয়ান। আমি টানা ৪৫ মিনিট ধরে তাদের নাচের কান্ডকীর্তন দেখে গেলাম। জীবনে এত প্যাশন নিয়ে ভুল নাচতে কাওকে আমি দেখিনি!