একটি পারস্পরিক মেটামরফোসিস
কালচে হয়ে যাওয়া গোলাপের পাপড়িরা জানে না, অনাগত বৃষ্টির মাঝে মিলেমিশে যায় নিকোটিনের জ্বালাতন। দুটো ব্যাকপ্যাকে খামচে থাকে সুখ, ভেতরে তামাক জ্বালেন ছফা, চশমা ঠিক করেন শাহাদুজ্জামান। কয়েক পেগ মার্টিনির বুলডোজারে কাবু কাফকা বেতাল চোখ তোলেন। চোখটা লাল হওয়ার কথা ছিল। চোখটা হলুদ। একটি পারস্পরিক মেটামরফোসিসের গল্পে পোড় খায়, আধখাওয়া চাঁদটা.........