Posts

Showing posts from March, 2018

একটি পারস্পরিক মেটামরফোসিস

Image
কালচে হয়ে যাওয়া গোলাপের পাপড়িরা জানে না, অনাগত বৃষ্টির মাঝে মিলেমিশে যায় নিকোটিনের জ্বালাতন। দুটো ব্যাকপ্যাকে খামচে থাকে সুখ, ভেতরে তামাক জ্বালেন ছফা, চশমা ঠিক করেন শাহাদুজ্জামান। কয়েক পেগ মার্টিনির বুলডোজারে কাবু কাফকা বেতাল চোখ তোলেন। চোখটা লাল হওয়ার কথা ছিল। চোখটা হলুদ। একটি পারস্পরিক মেটামরফোসিসের গল্পে পোড় খায়, আধখাওয়া চাঁদটা.........

ছদ্ম-জ্যোৎস্না

Image
তারপর, ঐ থমথমে তারাগুলো হিসেব বুঝিয়ে দিলো আসন্ন শীতের, বিগত জ্যোৎস্নার কিংবা, সরীসৃপ চামড়া বয়ে চলমান বৃষ্টিবিন্দুর। আজকাল, দিনজুড়ে শুধু বেওয়ারিশ ফর্দ বানাই, অমুক নীতি আর তমুক নৈতিকতার- নিউরনের ভেতরের শব্দকোষ হয়ে ওঠে আমগ্ন ভিসুভিয়াস গলে গলে পড়ে আদর্শ-লিপি। শুনলাম, চাঁদ দেখে ইদানীং পূর্ণিমা বোঝা যায় না?