ছদ্ম-জ্যোৎস্না
তারপর, ঐ থমথমে তারাগুলো হিসেব বুঝিয়ে দিলো
আসন্ন শীতের, বিগত জ্যোৎস্নার
কিংবা,
সরীসৃপ চামড়া বয়ে চলমান বৃষ্টিবিন্দুর।
আজকাল, দিনজুড়ে শুধু বেওয়ারিশ ফর্দ বানাই,
অমুক নীতি আর তমুক নৈতিকতার-
নিউরনের ভেতরের শব্দকোষ হয়ে ওঠে আমগ্ন ভিসুভিয়াস
গলে গলে পড়ে আদর্শ-লিপি।
শুনলাম,
চাঁদ দেখে ইদানীং পূর্ণিমা বোঝা যায় না?
আসন্ন শীতের, বিগত জ্যোৎস্নার
কিংবা,
সরীসৃপ চামড়া বয়ে চলমান বৃষ্টিবিন্দুর।
আজকাল, দিনজুড়ে শুধু বেওয়ারিশ ফর্দ বানাই,
অমুক নীতি আর তমুক নৈতিকতার-
নিউরনের ভেতরের শব্দকোষ হয়ে ওঠে আমগ্ন ভিসুভিয়াস
গলে গলে পড়ে আদর্শ-লিপি।
শুনলাম,
চাঁদ দেখে ইদানীং পূর্ণিমা বোঝা যায় না?
বাহ!
ReplyDelete