Posts

Showing posts from March, 2017

হ-য-ব-র-ল-২

বিজ্ঞানের হিসেবনিকেশ যদিও বলে ভালোবাসা নিউরন আর ডোপামিনের দুর্নিবার ফন্দি ছাড়া কিছু নয়। তবে তোমার আমার রাজ্য জয় করা মিথ্যেগুলো ভাবলে বুকের মাঝেই শিরশির করে, মাথার মাঝে নয়। এখন বুঝি মানুষ কেন বলে কষ্ট হলে বুকে ব্যাথা করে। তোমার স্মৃতির জ্বালাতনে অতিষ্ঠ হয়ে ভেবেছিলাম তাড়িয়ে দিলে বোধ হয় একটু শান্তি হবে। আজ যখন মনের হাজারো কিনার হাতড়ে হাতড়ে তোমাকে খুজে পেলাম না, তখন ভেতরে কোথায় যেন ছ্যাঁত করে জ্বলে উঠলো। কানের কাছে পোস্টমর্ডান ক্যাচক্যাচানি বলে, তোমাকে মনে রাখা কষ্টের, তোমাকে ভুলে যাওয়া লজ্জার!

Dying is Easy, Let’s Live!

The movie “Suicide Squad” (2016) possessed a precious short conversation where the Joker asked Harley Quinn, “Would you die for me?” When Harley answered yes, the Joker replied, “That's too easy. Would you live for me?” Yes! Dying is easy, actual battle is living. The suicide estimation of World Health Organization (WHO) in 2012 has doodled the picture quite clearly. It has published that over 800,000 people die each year due to suicide. Also, according to Suicide.org, the global suicide rate is 16 per 100,000 population which has   increased to 60% in the past 45 years. Centers for Disease Control and Prevention has claimed suicide as the tenth leading cause of death for all ages in 2013. On average, one person dies by suicide every 40 seconds somewhere in the world. Isn’t that a wakeup call? Doesn’t the estimation suffice how hard it is to live? In 1993, a 6-year old girl living in Florida stepped in front of a train. She left a note saying that she "wanted to be with her...

হযবরল

পত্রের শুরুতে সম্বোধনের স্থানটা আমার বড্ড মেজাজে চিড় ধরায় ত্রিভুজ স্বপ্নের চতুষ্কোণ দেয়ালে যে আবছায়া আর বিষাদ নীলের সাথে আমার প্রাগৈতাহাসিক সহবাস সেই সাংসারিক যাযাবর সম্পর্ককে কি নামে ডাকবো? তাদের সম্বোধন করাটা কি এই নাম-কা-ওয়াস্তা এবং নিতান্তই সস্তা গণতন্ত্রের যুগে বেপরোয়া পরিমান ধৃষ্টতা হয়ে যাবে না? অন্তত নীল নীল ওই শামুক-গহ্বর-সামিল বিবশ অচৈতন্য প্রহরে বেশ্যা আবছায়াগুলো বাউল আশ্রমের কমলা-হলুদ টিমটিমে আলোর মত জেগে ছিল। একসাথে, হয়তো ঝিমিয়ে ছিল, তবুও ছিল। অনেকটা এ যুগের "প্রোলেটারিয়েট" সমাজের মত, রাতদিন ভীষণ প্রতিবাদে অথচ স্বল্প পারিশ্রমিকে ছিল, তবুও ছিল। উপত্যকা আর নীলিমা যেখানে বিষণ্ণতার ধোয়ায় নব্য মফস্বল-আগত যুবকের মত অলিতে-গলিতে হারায়, ঠিকানার সজ্ঞানে নতুবা ন-জ্ঞানে। সেই বেহায়া বেওয়ারিশ বিষাদ-নীল আমার! শোনা যায়? আড়ষ্ট সূর্যের ধিক্কার আজন্ম আভরণের প্রতি, ভণ্ড চাঁদের প্রতি। কবি আর কৃষকের জীবনের রসদে এত আশ্চর্য মিল কেন?

ভয়

আমার পড়াশোনাটা বোধহয় বিদ্যাসাগর সাহেব মায়ের সাথে দেখা করার জন্য সাঁতরে পার হবার সময় কাঁধে করে নিয়ে গ্যাছেন। আর ফেরত আসার নাম নেই। কালকে ভাইরোলজি কুইজ। মাথায় এখন রাইনোভাইরাসের জিনোম কিভাবে মাল্টিপ্লাই করে সেই বিদ্যে ঘোরার কথা। কিসের কি! ওসব আর আজকে রাতে আমার মাথায় ঢুকবে না। তারচেয়ে বরং সেদিনের গল্প লিখি। কোনদিনের গল্প? কতদিনের গল্পই তো আছে। আচ্ছা যে কোন একদিনের গল্প লিখে ফেলি। মানুষ হিসেবে আমি লেট লতিফ গোত্রের নই মোটেও তবে কিভাবে কিভাবে যেন আজকে সময়ের হিসাবটা গ্যাঞ্জাম লেগে গ্যাছে। প্রেমিক মহোদয় আমার নেহায়েত ভদ্র মানুষ নাহলে এতক্ষনে ফোন দিয়ে জ্বালিয়ে ফেলতেন। তাড়াহুড়া করে ঢুকলাম মার্কেটে। ক্যাপসুল লিফটে উঠে মানুষের মাঝে চ্যাপ্টা হবো নাকি চলন্ত সিঁড়িতে উঠবো ভাবতে ভাবতে দেখি নিজের অজান্তেই সিঁড়ির দিকে হাঁটা দিয়েছি। নাহ! মাথার সাথে সাথে হাত-পাও ইদানীং বেয়াড়া হয়ে গ্যাছে! সিদ্ধান্ত নেয়ার আগেই মহাশয় নিজের যন্ত্র চালানো নিজের ডিরেকশনে চালানো শুরু করে দিয়েছেন। “বাবা এক পা দাও আগে, দেখবা উঠে গেস” এক বাচ্চার বাবা নিজের হাত দিয়ে জোর করে চেষ্টা করলেন। পারলেন না ছেলেকে এস্কেলেটরে ওঠাতে। “বাবা এ...