হ-য-ব-র-ল-২
বিজ্ঞানের হিসেবনিকেশ যদিও বলে ভালোবাসা নিউরন আর ডোপামিনের দুর্নিবার ফন্দি ছাড়া কিছু নয়। তবে তোমার আমার রাজ্য জয় করা মিথ্যেগুলো ভাবলে বুকের মাঝেই শিরশির করে, মাথার মাঝে নয়। এখন বুঝি মানুষ কেন বলে কষ্ট হলে বুকে ব্যাথা করে। তোমার স্মৃতির জ্বালাতনে অতিষ্ঠ হয়ে ভেবেছিলাম তাড়িয়ে দিলে বোধ হয় একটু শান্তি হবে। আজ যখন মনের হাজারো কিনার হাতড়ে হাতড়ে তোমাকে খুজে পেলাম না, তখন ভেতরে কোথায় যেন ছ্যাঁত করে জ্বলে উঠলো। কানের কাছে পোস্টমর্ডান ক্যাচক্যাচানি বলে, তোমাকে মনে রাখা কষ্টের, তোমাকে ভুলে যাওয়া লজ্জার!
Comments
Post a Comment