হযবরল-৩
আকাশের বোধহয় ভীষণ রকমের মেজাজ খারাপ। কিছুক্ষন পর পর গুড়ূম গুড়ূম করে বিতিকিচ্ছিরি শব্দ করে চলেছে। সেই সাথে বাজখাই গলায় একেকটা বজ্রপাত! শালার হতচ্ছাড়া এসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট সব জমা দেয়ার তারিখ একদিনে পড়েছে। নাহলে আমি সাধের বিছানায় কুন্ডূলি পাকিয়ে বেশ ঐ বেয়াড়া আকাশের হম্বিতম্বি দেখতে পারতাম। ছোট থাকতে গল্প শুনেছিলাম। আকাশ নাকি এতো এতো উপরে ছিল না। হাতের নাগালেই ছিল। জাদুর বুড়ি একদিন মেজাজ খারাপ করে ঝাড়ু দিয়ে আকাশকে উপরের দিকে মেরেছিল। তাতেই আকাশ অভিমান নাগালের বাইরে চলে গেল। যত্তসব গাঁজাখুরি। ছোটবেলায় অবশ্য এসব গাঁজাখুরিই বেশ লাগতো।
আমি কি লিখতে বসেছি? গল্প? কবিতা? উপন্যাস?
জানি নাহ
লেখকদের উপসংহার জানতে মানা...
আমি কি লিখতে বসেছি? গল্প? কবিতা? উপন্যাস?
জানি নাহ
লেখকদের উপসংহার জানতে মানা...
অনেক সুন্দর লিখা।
ReplyDeleteখুবই মজা পেলাম। আমার এই ধরনের লেখাই বেশী ভাল লাগে। :)
ReplyDelete